থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি ট্রেনের ওপর নির্মাণাধীন রেল প্রকল্পের একটি বিশাল ক্রেন ভেঙে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবোন রাতচাথানি অভিমুখে যাত্রা করছিল ট্রেনটি। দুর্ঘটনাস্থল ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজ চলাকালে ব্যবহৃত ক্রেনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রেনটির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১২ জন বলা হলেও উদ্ধার অভিযান চলাকালে তা বেড়ে ২২ জনে দাঁড়ায়। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি কার্যক্রম এখনো চলছে।
এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্মাণকাজে নিরাপত্তা ত্রুটি ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :