ডেনমার্কের অধীন আধা-স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্যে সামরিক শক্তির ব্যবহারসহ একাধিক বিকল্প নিয়ে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং সেই লক্ষ্য অর্জনে সব ধরনের বিকল্প পর্যালোচনায় রাখা হয়েছে।
মার্কিন প্রশাসনের এই বক্তব্য এমন সময় এসেছে, যখন ইউরোপের বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিরোধিতা জানিয়ে স্পষ্ট করেছে যে, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। ইউরোপীয় নেতারা বিষয়টিকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে দেখছেন।
হোয়াইট হাউজের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ও তার পররাষ্ট্রনীতি-সংক্রান্ত টিম গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক—সব ধরনের বিকল্প নিয়ে আলোচনা করছে। কমান্ডার-ইন-চিফ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের হাতে সামরিক বাহিনী ব্যবহারের ক্ষমতাও একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে বলে জানানো হয়।
এই প্রসঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোনও ধরনের আগ্রাসন ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলবে। তার মন্তব্য ইউরোপজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের জনগণের অংশ এবং তৃতীয় কোনও পক্ষ এই সম্পর্ক নির্ধারণ করতে পারে না। তারা ন্যাটোর কাঠামোর মধ্যে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব ও সীমান্ত অখণ্ডতার নীতির প্রতি শ্রদ্ধা জানানোর ওপর গুরুত্ব দেন।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন ইউরোপীয় দেশগুলোর এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান রেখে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ হওয়াই একমাত্র গ্রহণযোগ্য পথ। তবে উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই মুহূর্তে গ্রিনল্যান্ডে সামরিক আগ্রাসনের কোনও তাৎক্ষণিক পরিকল্পনা নেই।

আপনার মতামত লিখুন :