ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার তেল বিক্রির লাগাম অনির্দিষ্টকালের জন্য হাতে রাখছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ দুপুর

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার হবে, সেটিও যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার তেল বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। তেল বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি অ্যাকাউন্টে জমা হবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। প্রাথমিকভাবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে এবং এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল চলবে বলে জানানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল বিক্রির অর্থ ব্যয়ের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ভেনেজুয়েলা এই অর্থ দিয়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে সম্মত হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই কেনাকাটার মধ্যে থাকবে মার্কিন কৃষিপণ্য, যুক্তরাষ্ট্রে উৎপাদিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, পাশাপাশি ভেনেজুয়েলার বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি।

ভেনেজুয়েলায় সাম্প্রতিক অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা এলো। এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা ভেনেজুয়েলার তেলসম্পদের কার্যকর নিয়ন্ত্রণ নেবে এবং দেশটিকে কার্যত ‘চালানোর’ পরিকল্পনা করছে। এই চাপ প্রয়োগের অংশ হিসেবে ভেনেজুয়েলার বিরুদ্ধে আংশিক নৌ অবরোধ আরোপ করা হয়েছে এবং একাধিক তেলবাহী জাহাজ জব্দ করা হয়েছে।

এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, একটি সার্বভৌম রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের ওপর এভাবে নিয়ন্ত্রণ আরোপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থী। জাতিসংঘের বিশেষজ্ঞরাও সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার তেলসম্পদকে সামরিক বা রাজনৈতিক কৌশলের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন একটি তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রথম ধাপে তেল বিক্রি ও এর অর্থের নিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপে ভেনেজুয়েলার বাজারে বিদেশি কোম্পানির প্রবেশ এবং রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া, আর তৃতীয় ধাপে একটি রাজনৈতিক রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল। মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকদের মতে, সামনে পরিস্থিতি কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করছে ভেনেজুয়েলার সেনাবাহিনীর অবস্থানের ওপর।

Link copied!