ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ওসমান হাদি হত্যার তদন্তে অসন্তোষ, চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০১:২৮ দুপুর

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবি পুলিশের দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, তদন্তে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটিত হয়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ নারাজি আবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, চার্জশিটে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর অনুপস্থিত রয়েছে।

বাদীপক্ষের আইনজীবীর দাবি, তদন্তে তাড়াহুড়ো করে চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং এতে একজন ওয়ার্ড কাউন্সিলরকে হত্যার মাস্টারমাইন্ড হিসেবে দেখানো হলেও এত বড় ও সুপরিকল্পিত হত্যাকাণ্ড এককভাবে তার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। এতে প্রকৃত পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে বলে তারা মনে করছেন।

তিনি আরও বলেন, অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের লেনদেনের বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। হত্যাকাণ্ড পরিচালনার জন্য সে কীভাবে প্রশিক্ষণ পেল, কারা তাকে সহায়তা করেছে এবং পালাতে সহযোগিতা করার পেছনে কার কী স্বার্থ ছিল—এসব বিষয় চার্জশিটে স্পষ্টভাবে উঠে আসেনি।

এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) মামলার চার্জশিট গ্রহণ করা হবে নাকি এর বিরুদ্ধে নারাজি জানানো হবে—এ বিষয়ে পর্যালোচনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ এবং সময় আবেদনের বিষয়ে আদালতে সম্মতি জানিয়েছিলেন বাদী আবদুল্লাহ আল জাবের। পরে সেই ধারাবাহিকতায় আদালতে আনুষ্ঠানিকভাবে নারাজি আবেদন দাখিল করা হলো।

Link copied!