ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

উয়েফার প্রাইজমানিতে শীর্ষে পিএসজি, আয় ২০৫৮ কোটি টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:৪২ দুপুর

ছবি: সংগৃহীত

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে আর্থিক দিক থেকেও বড় সাফল্য পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নতুন ফরম্যাটে আয়োজিত ২০২৪–২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ফরাসি ক্লাবটি সব মিলিয়ে পেয়েছে ১৬৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৫৮ কোটি ৩০ লাখ টাকা।

গত মৌসুমে প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে আয়োজিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ফরম্যাট পরিবর্তনের ফলে প্রতিযোগিতার মোট প্রাইজমানিও উল্লেখযোগ্য হারে বাড়ায় ইউয়েফা। পুরো টুর্নামেন্টের মোট প্রাইজমানি দাঁড়ায় ২.৪৭ বিলিয়ন ডলার, যা আগের মৌসুমের তুলনায় ৪৬৬ মিলিয়ন ডলার বেশি। উয়েফার ২০২৪–২৫ মৌসুমের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শিরোপা নির্ধারণী ম্যাচে পিএসজির কাছে হেরে রানার্সআপ হওয়া ইন্টার মিলান প্রাইজমানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। ইতালিয়ান ক্লাবটি উয়েফার কাছ থেকে পেয়েছে ১৫৯ মিলিয়ন ডলার, যা প্রায় ১৯৪৮ কোটি টাকার সমান। নতুন ফরম্যাটের সুবিধায় সাতটি ক্লাব ন্যূনতম ১১৬ মিলিয়ন ডলার করে আয় করেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা কোয়ার্টার ফাইনালে উঠেও তুলনামূলক কম অর্থ পেয়েছে। তাদের আয় দাঁড়িয়েছে ৯৭.৫ মিলিয়ন ডলারে। দীর্ঘ ৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ায় উয়েফা র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা এই ক্লাবের প্রাইজমানিতে তার প্রভাব পড়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। আর্সেনালের কাছে হেরে তারা পেয়েছে ১১৯ মিলিয়ন ডলার, যা প্রায় ১৪৫৮ কোটি টাকা। আগের মৌসুমে শিরোপা জয়ের পর যে অর্থ তারা পেয়েছিল, তার তুলনায় এটি ৩৭ মিলিয়ন ডলার কম। যদিও ওই সময় উয়েফা সুপার কাপ জিতে অতিরিক্ত ৫ মিলিয়ন ডলার আয় করেছিল স্প্যানিশ জায়ান্টরা।

ইংলিশ ক্লাবগুলোর মধ্যে ইউসিএল থেকে সবচেয়ে কম অর্থ পেয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদের কাছে নকআউট প্লে-অফে বিদায় নেওয়া পেপ গার্দিওলার দলটির আয় হয়েছে ৮৮.৫ মিলিয়ন ডলার। পুরো টুর্নামেন্টে সবচেয়ে কম আয় করেছে স্লোভাকিয়ার ক্লাব ব্রাতিস্লাভা—২৫.৬ মিলিয়ন ডলার। লিগপর্বে আটটি ম্যাচেই হেরে যায় দলটি।

এদিকে, উয়েফার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা লিগে শিরোপা জিতে টটেনহ্যাম হটস্পার পেয়েছে ৪৭.৮ মিলিয়ন ডলার। রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেডের আয় ৪১.৯ মিলিয়ন ডলার। তবে চলমান মৌসুমে উয়েফার কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় ইউনাইটেড এবার কোনো প্রাইজমানি পাচ্ছে না।

তৃতীয় স্তরের প্রতিযোগিতা উয়েফা কনফারেন্স লিগ জিতে চেলসি পেয়েছে ২৫.৪ মিলিয়ন ডলার। এই সাফল্যের সুবাদে আগামী মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে।

Link copied!