ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

একীভূত ইসলামী ব্যাংকের গ্রাহকরা দুই বছর মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ০১:২৪ দুপুর

ছবি: সংগৃহীত

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আগামী দুই বছর তাদের জমাকৃত অর্থের কোনো মুনাফা পাবেন না। ২০২৪ ও ২০২৫ সাল—এই দুই অর্থবছরের জন্য আমানতের ওপর মুনাফা গণনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এসব ব্যাংকের গ্রাহকরা নতুনভাবে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকে রূপান্তরিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘হেয়ারকাট’ নীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে বিশ্বব্যাপী এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়, যাতে আর্থিক পুনর্গঠন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। একই নীতির ভিত্তিতে দেশের ব্যাংক খাতেও এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা প্রযোজ্য হবে না এবং নির্ধারিত হেয়ারকাট প্রয়োগের মাধ্যমে চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক রেজুলেশন স্কিমের অভিন্ন ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সব আমানত হিসাবের পুনর্গণনা দ্রুত শেষ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একীভূতকরণ সম্পন্ন হলে এসব ব্যাংকের দায়, সম্পদ এবং জনবল নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে স্থানান্তর করা হবে। ধাপে ধাপে পুরোনো পাঁচটি ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে এবং তাদের সব কার্যক্রম নতুন ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে।

এই একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় থাকা ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব প্রতিষ্ঠান একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে।

Link copied!