ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র, একযোগে ৬৬ সংস্থা ছাড়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ১২:১০ দুপুর

ছবি: সংগৃহীত

একাধিক জাতিসংঘ সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জন্য অকার্যকর, ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে জাতীয় স্বার্থবিরোধী ভূমিকা পালন করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রশাসনিক পর্যালোচনায় দেখা গেছে— সংশ্লিষ্ট সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে এবং দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিচ্ছে। এ কারণে এসব বহুপাক্ষিক কাঠামো থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১৪১৯৯-এর আওতায় সংস্থাগুলোর কার্যক্রম বিশ্লেষণ করা হয়। সেই পর্যালোচনায় দেখা গেছে, বহু সংস্থা সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই পরিচালিত হচ্ছে, অব্যবস্থাপনায় জর্জরিত এবং নির্দিষ্ট মতাদর্শ বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে মূল উদ্দেশ্য থেকে সরে গেছে।

মার্কো রুবিও বলেন, মার্কিন জনগণের কষ্টার্জিত করের অর্থ এমন সব প্রতিষ্ঠানে ব্যয় করা আর গ্রহণযোগ্য নয়, যেগুলো থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রত্যক্ষ কোনো উপকার নেই। তার ভাষায়, বিদেশি স্বার্থ রক্ষায় বিলিয়ন ডলার ব্যয়ের যুগ শেষ হয়ে গেছে এবং এখন থেকে কেবল জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এক সময় শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য গঠিত সংস্থাগুলো ধীরে ধীরে একটি বৈশ্বিক শাসন কাঠামোয় পরিণত হয়েছে। এসব সংস্থা জলবায়ু নীতি, জেন্ডার ইক্যুইটি ও প্রগতিশীল মতাদর্শের নামে এমন অবস্থান নিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নীতি ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করছে।

রুবিও আরও বলেন, ইউএসএআইডি বন্ধের ধারাবাহিকতায় এবার বহুপাক্ষিক সংস্থার এই বিশাল নেটওয়ার্ক ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও জনগণের কল্যাণ যেখানে নিশ্চিত হবে, সেখানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রত্যাহার করা ৬৬টি সংস্থার মধ্যে ৩১টি জাতিসংঘ সংশ্লিষ্ট এবং বাকি ৩৫টি অন্যান্য আন্তর্জাতিক সংস্থা। পাশাপাশি আরও কয়েকটি সংস্থার কার্যক্রম ভবিষ্যতে পর্যালোচনার আওতায় আনা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!