ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য কিংবা লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সংগঠন ও ইসলামী রাজনীতির পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির এ আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর প্রতি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে কিছু ব্যক্তি ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে অপ্রয়োজনীয় ও বিভ্রান্তিকর মন্তব্য করছেন, যা মোটেও কাম্য নয়।
ডা. শফিকুর রহমান বলেন, যারা প্রকৃত অর্থে জামায়াতে ইসলামীর কল্যাণ ও অগ্রযাত্রা কামনা করেন, তাদের অবশ্যই দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বা মন্তব্যের মাধ্যমে কোনো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে সংগঠন ও জাতি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময় অতিক্রম করছে। এই সময়কে তিনি জাতীয় জীবনের জন্য এক সংকটময় বাঁক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ অবস্থায় কারও প্রতি বিরূপ মনোভাব, বিদ্বেষমূলক আচরণ কিংবা অশালীন বক্তব্য পরিহার করতে হবে। সকলকে সর্বোচ্চ ধৈর্য, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পাশাপাশি একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে ধারণ করার আহ্বান জানান জামায়াত আমির।

আপনার মতামত লিখুন :