দেশের বিনোদন অঙ্গনের পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান এখন জীবনের এক বিশেষ সময় পার করছেন। খুব শিগগিরই মা হতে যাচ্ছেন তিনি— এমন সুখবর নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রিয়াঙ্কা জামান জানান, তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মাতৃত্বকে তিনি জীবনের সবচেয়ে আবেগময় ও সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে দেখছেন। পরিবার ও ভক্তদের অকৃত্রিম ভালোবাসা এবং দোয়ায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ বলেও জানান।
এই আনন্দের মুহূর্তে ভবিষ্যৎ সন্তানকে ঘিরে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। প্রিয়াঙ্কা জানান, ছেলে হলে সন্তানের নাম রাখা হবে ‘আফফান বিন রাকিব’ আর মেয়ে হলে নাম হবে ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে আশা, ভালোবাসা আর স্বপ্নে ভরা অনুভূতিতে।
প্রিয়াঙ্কা জামানের মা হতে যাওয়ার খবরে ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে এবং তার ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের বাসিন্দা টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে। বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই নতুন অতিথির সুখবর জানিয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :