স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, দেশি-বিদেশি বিভিন্ন জরিপ ও বড় বড় গণমাধ্যমের তথ্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, তিনি নিজে যদি এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারেন, তাহলে এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার সুযোগ সৃষ্টি হবে।
মঙ্গলবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে গনেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এস এম জিলানী। এ সময় তিনি এলাকার মানুষকে পরিবর্তনের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, এর আগে তিনি দুইবার এই আসন থেকে নির্বাচনে অংশ নিলেও ভোটারদের কাছে সরাসরি গিয়ে ভোট চাওয়ার পরিবেশ ছিল না। তখন নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগের মতো পরিস্থিতি দেশের ভেতরে বিদ্যমান ছিল না বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতি উল্লেখ করে এস এম জিলানী বলেন, এখন একটি পরিবর্তিত পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার আশা করছে। এই পরিবেশের মধ্য দিয়েই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচিত হলে মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নারী উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গনেশ পাগল সেবাশ্রমের সভাপতি নকুল কুমার বৈরাগীও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে এস এম জিলানী কুশলা ও হিরন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

আপনার মতামত লিখুন :