ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’র ফাইনালে রিতু দত্ত 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:২৩ রাত

‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’র ফাইনালে রিতু দত্ত 

‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ বিউটি পেজেন্টে অংশ নিয়ে সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের তরুণ মডেল ও অভিনেত্রী রিতু দত্ত। স্টার মাল্টিমিডিয়ার আয়োজনে এবং মমতাজ মেহেদী প্রেজেন্টস “মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস ২০২৫ (সিজন–৫) প্রতিযোগিতার যাত্রা শুরু হয় গত ১৯ অক্টোবর ২০২৫। অডিশন রাউন্ডের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন বর্তমানে পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে ৩০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনাল রাউন্ড।

 

সেমিফাইনাল পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রনায়িকা রোজিনা, জয় চৌধুরী, শোভন হোসেন ও এডলফ খান। প্রতিযোগীদের গ্রুমিং, ফ্যাশন সেন্স ও র‍্যাম্প প্রেজেন্টেশনের দায়িত্বে ছিলেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান। পাশাপাশি অংশগ্রহণকারীদের কমিউনিকেশন স্কিল, নাচ, অভিনয় ও মেকআপ বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

 

এ প্রসঙ্গে রিতু বলেন, “মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস আমার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফাইনালের লড়াই এখন আরও বড়, দায়িত্বও বেশি। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং ফাইনাল নিয়ে খুবই আশাবাদী।”

Link copied!