বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। সকাল প্রায় দশটার দিকে সোনালি এই ট্রফিটি বাংলাদেশে আসে। ট্রফির সঙ্গে ঢাকায় উপস্থিত হয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর দুইটার পর নির্ধারিত কিছু দর্শকের জন্য ট্রফি প্রদর্শনের বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত অতিথিরা বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখার পাশাপাশি স্মরণীয় ছবি তোলার সুযোগ পাবেন।
কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের আওতায় নির্বাচিত বিজয়ীদের জন্য এই আয়োজন করা হয়েছে। আগে থেকেই জানানো হয়েছিল, এই ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। ঢাকায় ট্রফি আগমনের দিনে সেই সুযোগই পাচ্ছেন বাংলাদেশি ফুটবলভক্তদের একটি অংশ।
তবে ট্রফি বাংলাদেশে এলেও সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সময় স্বল্পতার কারণে এবারের আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। কেবল আয়োজক প্রতিষ্ঠানের নির্ধারিত বিজয়ীরাই নির্দিষ্ট সময়ে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। ফিফার ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে এবং ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটি বিশ্বজুড়ে ৩০টি দেশের ৭৫টি স্থানে ভ্রমণ করবে। সেই বৈশ্বিক সফরের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর একটি হিসেবে ঢাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

আপনার মতামত লিখুন :