ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে অনুমোদন দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৫০ দুপুর

ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রাহাম-ব্লুমেনথাল নিষেধাজ্ঞা বিলকে অনুমোদন দিয়েছেন, যা রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য রপ্তানি পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ দেবে।

বিলটির মূল উদ্দেশ্য হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কার্যক্রমকে অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত করা। বিল পাশ হলে মার্কিন প্রেসিডেন্টকে এসব শুল্ক আরোপের ক্ষমতা থাকবে, যাতে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের জন্য অর্থসংস্থান বন্ধ করা যায়।

রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, যেখানে প্রেসিডেন্ট বিলের প্রতি সমর্থন জানান। গ্রাহাম বলেন, এটি সময়োপযোগী পদক্ষেপ, কারণ ইউক্রেনের শান্তি আলোচনার মধ্যে পুতিনের অব্যাহত নিরপরাধ হত্যা বন্ধ করার জন্য কার্যকর হতে পারে।

যদিও বিল আনুষ্ঠানিকভাবে কখন পাস হবে তা স্পষ্ট নয়, তবে আগামী সপ্তাহের প্রথম দিকে ভোটের সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রশাসন একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বে শান্তি আলোচনার প্রচেষ্টা চালাচ্ছে।

ভারত রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ক্রয় করে এবং কম দামে রিফাইন করে পশ্চিমা দেশে বিক্রি করার অভিযোগ রয়েছে, তাই ট্রাম্পের অনুমোদিত এই বিল পাস হলে ভারতের উপর সবচেয়ে বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Link copied!