জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটারদের তালিকা শতভাগ যাচাই করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোটারদের তথ্য সম্পূর্ণ সঠিক কিনা তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠান। নির্দেশনায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন অন্যান্য ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। এই উদ্যোগ নেওয়া হয়েছে ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) এবং আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের আওতায়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটারদের মুদ্রিত ছবিসহ তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ এবং মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। মুদ্রিত ভোটার তালিকা নিশ্চিতভাবে সঠিক ও ত্রুটিমুক্ত কিনা তা যাচাই করে এই প্রত্যয়ন দেওয়া হবে।
এছাড়া, মুদ্রিত ভোটার তালিকার একটি কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে। একই সঙ্গে ব্যাকআপ হিসেবে একটি কপি সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করা হবে।

আপনার মতামত লিখুন :