ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ঢাকাকে হারিয়ে চট্টগ্রাম ও সিলেটকে সঙ্গী করে প্লে-অফে রাজশাহী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ১১:৪৭ রাত

ছবি: সংগৃহীত

বিপিএলের সিলেট পর্বের শেষ দিনে দাপুটে জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় দলটি। এই জয়ের ফলে রাজশাহীর সঙ্গে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। ওপেনার উসমান খানের ব্যাটে দ্রুত রান তুলতে শুরু করে দলটি। ২৭ বলে ৪১ রানের ইনিংসে তিনি হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। আব্দুল্লাহ আল মামুনকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে যোগ করেন ৫৪ রান। তবে আবদুল গাফফার সাকলাইনের বোলিংয়ে এই জুটি ভাঙতেই ধস নামে ঢাকার ব্যাটিংয়ে।

সাকলাইন ২৪ রানে চারটি উইকেট তুলে নিয়ে ঢাকার ইনিংসকে চাপে ফেলে দেন। মিডল অর্ডারে নাসির হোসেন ২৪ ও সাব্বির রহমান ১৪ রান করলেও বড় জুটি গড়তে ব্যর্থ হয় দলটি। শেষদিকে রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ে পুরোপুরি ভেঙে পড়ে ঢাকার ইনিংস। শেষ ওভারের শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে আউট করে চলতি মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এর আগে হ্যাটট্রিক করেছিলেন মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া রাজশাহীর হয়ে মো. রুবেল ২২ রানে দুটি উইকেট নেন।

১৩২ রানের লক্ষ্য তাড়ায় রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিংয়ে ঝলক দেখান তানজিদ হাসান। ৪৩ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংসে তিনি মারেন সাতটি চার ও পাঁচটি ছক্কা। তার ব্যাটেই জয়ের ভিত গড়ে নেয় দলটি। তিন উইকেট হারালেও শেষদিকে মুশফিকুর রহিম (১২*) ও জেমস নিশাম (১৪*) কোনো বিপদ ছাড়াই দলকে ১৬.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। আট ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালসের সাত ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট এবং নয় ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে সিলেট টাইটান্স।

সিলেট পর্ব শেষ হওয়ায় বিপিএল এখন ঢাকায় ফিরছে। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে লিগ পর্বের শেষ ধাপ, যেখানে প্লে-অফের আগে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ পাবে দলগুলো।

Link copied!