ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

সাভার সিটি করপোরেশন অনুমোদন: উন্নয়ন আশায় উচ্ছ্বাস, ওয়াসা নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ০২:০৩ দুপুর

ছবি: সংগ্রহীত

সাভার পৌরসভা ও আশুলিয়াকে একত্র করে ‘সাভার সিটি করপোরেশন’ এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, সাভার উপজেলার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকা নিয়ে গঠিত হবে নতুন সিটি করপোরেশন, যার ফলে সাভার পৌরসভাসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বিলুপ্তি ঘটবে। এটি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যুক্ত হবে বিদ্যমান ১২টির সঙ্গে। ঘোষণার পর থেকেই সাভারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—কেউ খুশিতে মিষ্টি বিতরণ করছেন, আবার কেউ আশঙ্কা করছেন কর বৃদ্ধি ও ওয়াসার পানির মান নিয়ে।

স্থানীয় বাসিন্দা নাজমা আক্তার বলেন, “সিটি কর্পোরেশন হলে উন্নয়ন হবে, তবে আমরা ওয়াসার ময়লা পানি চাই না।” অন্যদিকে বিএনপির সাবেক নেতা লায়ন মো. খোরশেদ আলমের মতে, সিটি করপোরেশন ঘোষণার সঙ্গে নাগরিক সুবিধা নিশ্চিত না হলে এটি হবে জনগণের ওপর বাড়তি বোঝা।

পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছামছুদ্দিন জানিয়েছেন, সিটি করপোরেশন হলে বিদেশি প্রজেক্টের সুযোগ বাড়বে, তবে ওয়াসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মেয়র ও কাউন্সিলররা। স্থানীয়দের মতে, যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব বহুদিনের সমস্যা—যা থেকে মুক্তি পেতে তারা আশাবাদী। সরকারি প্রস্তাবে বলা হয়েছে, সাভার ও আশুলিয়ার দ্রুত নগরায়ন, শিল্পাঞ্চল ও জনসংখ্যার চাপ সামলাতে পৌর কাঠামো আর যথেষ্ট নয়।

অপরিকল্পিত উন্নয়ন, অপর্যাপ্ত অবকাঠামো ও নাগরিক সেবা সংকট নিরসনে সিটি করপোরেশনই হতে পারে সমাধান।

Link copied!