ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ১১:৩০ দুপুর

ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভিতরে সরাসরি হামলার কোনো পরিকল্পনা বিবেচনা করছেন না; এ কথা তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান।

তীব্র সামরিক সমাবেশ থাকা সত্ত্বেও ট্রাম্পের এই স্পষ্ট অস্বীকারে অঞ্চলজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—ক্যারিবীয় অঞ্চলে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, এফ-৩৫ যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন ও হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে একটি বড় রণতরীর উপস্থিতিও প্রত্যাশিত।

মিয়ামি হেরাল্ড ও ওয়াল স্ট্রিট জার্নালের কিছু প্রতিবেদন বলেছে যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে; তাতে বলা হয়েছে মাদুরো প্রশাসনের সঙ্গে পরোক্ষভাবে জড়িত মাদক চোরাচালানকারী সংগঠনের ওপর অভিযান হতে পারে এবং হামলায় আকাশপথে কয়েক ঘণ্টা বা কয়েকদিন ধরে লক্ষ্যভিত্তিক আক্রমণ চালানো যেতে পারে। তাৎক্ষণিকভাবে মার্কো রুবিওসহ শীর্ষ অংগনের জনসচিব ও কূটনীতিকরা এসব গুজব ও অননুমোদিত দাবিকে অস্বীকার করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ‘ভুয়া সূত্র’ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন।

গত কয়েক মাসে দক্ষিণ ক্যারিবীয় সাগর এবং প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোর ওপর চালানো অভিযানে বহু নিহত ও নৌযান ধ্বংসের খবর পাওয়ায় জাতিসংঘের মানবাধিকার দফতিসহ আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে; সেই প্রেক্ষাপটে সরকারি বক্তব্য ও স্বতন্ত্র সংবাদদাওয়া মিলেমিশে পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

Link copied!