ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত, আহত ১০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ দুপুর

ছবি: সংগ্রহীত

যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৭টার দিকে ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ট্রেনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।

ঘটনাস্থল থেকে জরুরি সেবাদানকারী দল অ্যাম্বুলেন্স ও হ্যাজার্ড রেসপন্স টিমসহ বৃহৎ পরিসরে উদ্ধার তৎপরতা চালায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিটও সহযোগিতা করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের একটি কামরায় হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয় এবং রক্তাক্ত অবস্থায় কয়েকজন যাত্রী দৌড়ে প্ল্যাটফর্মে বেরিয়ে আসেন।

এক প্রত্যক্ষদর্শী রেন চেম্বার্স বলেন, “এক ব্যক্তি চিৎকার করে বললেন—তাদের কাছে ছুরি আছে, সবাই দৌড়াও।” আতঙ্কে যাত্রীরা চারদিকে ছুটে পড়েন। লন্ডন আন্ডারগ্রাউন্ডের এক কর্মী ডিন ম্যাকফারলেন জানান, তিনি একাধিক যাত্রীকে রক্তাক্ত অবস্থায় স্টেশন থেকে বের হতে দেখেছেন। ট্রেন পরিচালনাকারী এলএনইআর ঘটনার পর ভ্রমণকারীদের ‘অত্যাবশ্যক না হলে’ যাত্রা স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। হান্টিংডন স্টেশনের সব লাইন আপাতত বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক্স পোস্টে বলেন, “এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আহতদের প্রতি সহানুভূতি জানাই এবং তদন্তের নিয়মিত আপডেট নিচ্ছি। দয়া করে কেউ অপ্রমাণিত তথ্য প্রচার করবেন না।” সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে যুক্তরাজ্যে ছুরিকাঘাতের অপরাধ ক্রমবর্ধমান, যা প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ‘জাতীয় সংকট’ বলে উল্লেখ করেছেন।

গত এক বছরে ৬০ হাজারের বেশি ছুরি জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী, জনসমক্ষে ছুরি বহনের দায়ে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সম্প্রতি ম্যানচেস্টারের এক সিনাগগে দুইজন নিহত হওয়ার পর এই হামলা দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।

Link copied!