ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় প্রথমবার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ০১:১৬ দুপুর

ছবি: সংগ্রহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার মধ্যে তিনজন থাকবেন সশস্ত্র এবং ১০ জন অস্ত্রবিহীন আনসার সদস্য।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে নিয়োজিত রাখা হবে। মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের সময় আনসার বাহিনী সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচনের সময় নয়দিনের জন্য আনসার সদস্যদের চাওয়া হয়েছে, কারণ এই বাহিনীর ভূমিকা নির্বাচনী নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই অভিযান জোরদার করা হচ্ছে, এবং খুব শিগগিরই বাইরে কোনো অবৈধ অস্ত্র থাকবে না।

এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

Link copied!