মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোনোরা রাজ্যের এরমোসিয়ো শহরের কেন্দ্রস্থলে একটি ডিসকাউন্ট দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন।
উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় মানুষের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেক্সিকোতে এদিন পালিত হচ্ছিল ‘ডে অব দ্য ডেড’ বা ‘মৃতদের দিন’ উৎসব, যেখানে পরিবারগুলো রঙ-বেরঙের পোশাক পরে প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে শ্রদ্ধা জানায়। ঠিক সেই সময়ই এরমোসিয়ো শহরের একটি জনপ্রিয় ডিসকাউন্ট দোকানে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।
সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাসো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তিনি একটি স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায়। আগুনের তীব্রতায় দোকানের বাইরে পার্ক করা কয়েকটি গাড়িও পুড়ে গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতা নিশ্চিতে তিনি সহায়তাকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোনোরা রেড ক্রস জানিয়েছে, আগুন লাগার পরপরই তাদের ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করেছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। কিছু গণমাধ্যম প্রাথমিকভাবে ‘বৈদ্যুতিক ত্রুটিকে’ দায়ী করছে।
এরমোসিয়ো শহরের দমকল বাহিনীর প্রধান জানান, এটি কোনো হামলা নয় এবং বিস্ফোরণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়ালডো’স’-এর ওই দোকানটি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ছিল, যা এই দুর্ঘটনাকে আরও বেদনাদায়ক করে তুলেছে।

আপনার মতামত লিখুন :