ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

টুঙ্গিপাড়ায় গনঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:০৭ বিকাল

টুঙ্গিপাড়ায় গনঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে পাটগাতি চৌরঙ্গীর মোড়ের কার্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মহসিন শেখ, গোপালগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, সদর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোটালীপাড়া শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি রইসুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ছাত্রধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে গনঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় বিভিন্ন শ্লোগানে দেন গন অধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!