জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক দল দেশের জরুরি সংস্কার কার্যক্রম ভঙ্গে ফেলছে এবং অন্য কোনো দল নির্বাচনের সময় পেছিয়ে দিচ্ছে—এমন অবস্থা দুটি কেউই তিনি মেনে নেবেন না।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা চান যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং একই সঙ্গে জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া হোক; তাই সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন।
নাহিদ বলেন, যদি কেউ সংস্কারকে জোরালোভাবে সমর্থন না করে তাহলে তাদের সঙ্গে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই; তাদের কাছে মূল দাবি হলো — দেশকে নতুনভাবে গড়ে তোলা, আওয়ামী ফ্যাসিবাদ ও বৈদেশিক আধিপত্য থেকে মুক্ত করা। তিনি জানান, দল হিসেবে তারা ৩০০ আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা নিয়েছে এবং ঢাকার একটি আসন থেকেই নিজে লড়বেন; প্রার্থীর চূড়ান্ত তালিকা এ মাসে দেওয়া হতে পারে।
নাহিদ আরও বলেন, জুলাই সনদ সরকারিভাবে বিবেচিত ও কার্যকর করতে হলে তা প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি হওয়া উচিত, প্রেসিডেন্ট অফিস থেকে জারি করলে সেটা জনবিরোধী হবে এবং গণ-অভ্যুত্থানের দাবিকে ক্ষতিগ্রস্ত করবে—তাই তিনি ড. মুহাম্মদ ইউনূসকে সনদ প্রকাশে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন।
বিএনপির বিষয়ে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে; যারা সংস্কারের বিরোধী, তাদের রাজনীতি থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেন নাহিদ।

আপনার মতামত লিখুন :