নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি আবাসিক মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় নাজিম উদ্দিন (১৩) নামের হেফজ বিভাগের এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে তারই সহপাঠী।
ঘটনাটি ঘটে সোনাইমুড়ী পৌরসভার বাট্টা গ্রামের ‘আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফনুল উলুম’ মাদ্রাসার দ্বিতীয় তলার আবাসিক কক্ষে। নিহত নাজিম চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্লাহ’র ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় থেকে হেফজ শিক্ষা নিচ্ছিল। পুলিশ জানায়, কয়েক দিন আগে নাজিমের সঙ্গে নিহতের সহপাঠী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১৬ বছর বয়সী এক ছাত্রের বাকবিতণ্ডা হয়। সেই সময় শিক্ষকরা বিষয়টিকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেন। তবে ক্ষোভ থেকে ওই ছাত্র সোনাইমুড়ী বাজার থেকে ৩০০ টাকায় একটি ধারালো ছুরি সংগ্রহ করে রাখে।
রোববার রাতে একই কক্ষে ১৪ জন ছাত্র এবং একজন শিক্ষক ঘুমিয়ে পড়ার পর সুযোগ বুঝে সে নাজিমের ঘুমন্ত অবস্থায় তার গলা কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় নাজিমকে দেখে অন্য ছাত্ররা চিৎকার করলে শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষ দৌড়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছাত্রকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ আটক করা হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :