ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৫ রাত

ছবি: সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সময়সূচি বজায় রাখতে হলে অন্তত দুমাস আগে তফসিল ঘোষণা করতে হবে। সে হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, “আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। বিগত দিনের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন ও স্বচ্ছ।”

এনসিপির শাপলা প্রতীক দাবির বিষয়ে সিইসি জানান, নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এটি বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু আওয়ামী লীগের সব কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

এর আগে সিইসি বরিশাল বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। বরিশাল সার্কিট হাউসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।

Link copied!