ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
কপ-৩০ (COP-30)

এটি সত্যের সম্মেলন”— বেলেমে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের কড়া সতর্কবার্তা

মোঃ শাহাদাৎ হোসেন

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১০:১৭ রাত

ছবি: সংগৃহীত

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০ (COP-30)-এর নেতৃবৃন্দের অধিবেশনে বিশ্বকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন,

“এটি সত্যের সম্মেলন — পৃথিবী এখন ঝুঁকির মুখে।”

গুতেরেস জানান, বিশ্ব উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে রাখার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মানবজাতি।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, আগামী দশকের শুরুতেই পৃথিবী এই সীমা অতিক্রম করবে, যার পরিণতি হবে ভয়াবহ—
বন উজাড়, হিমবাহ গলন, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতি আরও বেড়ে যাবে বহুগুণে।

মহাসচিব বলেন, “এটি শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, এটি নৈতিক ব্যর্থতা ও প্রাণঘাতী অবহেলা।”
বর্তমান পরিকল্পনাগুলো (NDCs) যথেষ্ট নয়, এগুলো বাস্তবায়িত হলেও বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রির ওপরে চলে যাবে।

তিনি বলেন, “১.৫ ডিগ্রি সীমা মানবজাতির জন্য লাল রেখা।
এটি রক্ষা করা এখনো সম্ভব— যদি আমরা এখনই দ্রুত ও ব্যাপক পদক্ষেপ নেই।”

গুতেরেস তিনটি অগ্রাধিকারমূলক লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান—

* দ্রুত নির্গমন কমিয়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করা,
* ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক নেট-শূন্য (Net Zero) অর্জন,
* অভিযোজন ও প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি করা।

নবায়নযোগ্য শক্তির প্রসঙ্গে তিনি বলেন,

“পরিষ্কার জ্বালানির বিপ্লব ইতোমধ্যেই শুরু হয়েছে।
সৌর ও বায়ুশক্তি এখন সবচেয়ে সস্তা এবং দ্রুতবর্ধনশীল বিদ্যুৎ উৎস।”

২০২৪ সালে বিশ্বে নবায়নযোগ্য শক্তিতে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে— যা জীবাশ্ম জ্বালানির চেয়ে ৮০০ বিলিয়ন ডলার বেশি।

এ ছাড়া গুতেরেস উন্নত দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, “দরিদ্র দেশগুলো যেন জলবায়ু অভিযোজন ও পরিষ্কার শক্তির রূপান্তর থেকে বাদ না পড়ে— এটি জলবায়ু ন্যায়বিচারের বিষয়।”

বক্তব্যের শেষাংশে জাতিসংঘ মহাসচিব বলেন,

“কেউ পদার্থবিজ্ঞানের সঙ্গে দর-কষাকষি করতে পারে না।
কিন্তু আমরা বেছে নিতে পারি— নেতৃত্ব দেব, না ধ্বংসের পথে যাব।”

তিনি বিশ্বনেতাদের আহ্বান জানান, বিজ্ঞান, ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে দাঁড়িয়ে বেলেম সম্মেলনকে জলবায়ু পরিবর্তনের মোড় ঘোরানোর মুহূর্ত হিসেবে প্রতিষ্ঠা করতে।

Link copied!