ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

আইনশৃঙ্খলা নিশ্চিতে সাইবার মনিটরিং সেল গঠন করছে নির্বাচন কমিশন: ইসি সচিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:৩৪ দুপুর

ছবি: সংগ্রহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা বন্ধে একটি বিশেষ সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে, যা অনলাইনজুড়ে অপপ্রচার, সহিংসতা উসকানি ও বিভ্রান্তিমূলক কার্যকলাপ পর্যবেক্ষণ করবে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ে এ বৈঠকই ছিল চূড়ান্ত। মাঠপর্যায়ে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুরো প্রক্রিয়া ইসি থেকে সার্বিকভাবে মনিটর করা হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে তিন ধাপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে—কেন্দ্রভিত্তিক ফোর্স, মোবাইল টিম এবং সেন্ট্রাল রিজার্ভ বা স্ট্রাইকিং ফোর্স। কোন মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা সংশ্লিষ্ট বাহিনী নির্ধারণ করবে।

চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের আরও কঠোর পর্যবেক্ষণ তালিকায় আনা হবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন অন্যান্য কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

ইসি জানায়, কঠোর নজরদারি ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্নের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

Link copied!