ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

পর্যবেক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা নির্বাচনী প্রক্রিয়ায় বড় ক্ষতি ডেকে আনবে: সিইসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:২৯ দুপুর

ছবি: সংগ্রহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় পর্যবেক্ষক সংস্থার উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পর্যবেক্ষকরা রাজনীতিতে জড়িয়ে পড়লে সবকিছু ড্যামেজ হয়ে যাবে। তাই রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের শুরুতে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, বাংলাদেশের মানুষ এখন খুব রাজনীতি সচেতন। আপনারা যাদের নিয়োগ দেবেন তারা যদি রাজনীতিতে জড়িয়ে পড়েন তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের রাজনৈতিক সংযোগ, মিছিল–মিটিংয়ে অংশ নেওয়া বা দলীয় লিংক আছে কিনা তা ভালোভাবে যাচাই করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের দায়িত্ব কেবল রিপোর্ট করা। দলীয় প্রচারণা, ভোটারদের প্রভাবিত করা বা কোনও মার্কায় ভোট দিতে বলা তাদের কাজ নয়।
সিইসি বলেন, সকল পর্যবেক্ষকের উচিত বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় স্মার্ট ও বাস্তবসম্মত রিপোর্টিং করা। বিদেশি কনটেক্সট দিয়ে রিপোর্ট করলে সমস্যা হবে। তিনি বলেন, আপনারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, আপনাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষকদের আচরণের ওপর অনেক কিছু নির্ভর করবে।

তিনি সতর্ক করে বলেন, যদি কোনও অভিযোগ আসে যে কোনো পর্যবেক্ষক রাজনৈতিক পক্ষ নিয়ে কাজ করছেন, তাহলে সেটি বড় সমস্যা তৈরি করবে। তাই তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
সিইসি বলেন, আমাদের একটাই অ্যাজেন্ডা— ক্রেডিবল, সুন্দর, স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। নির্বাচন ব্যবস্থার প্রতিটি ধাপে—আচরণবিধি, পোলিং, কাউন্টিং—সব জায়গায় পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার আর সাংবাদিকরা। তারা চোখ খোলা রাখলে কেউ নিয়ম ভাঙতে পারবে না।”

সিইসি জানান, নির্বাচন পরিচালনায় নিজস্ব সুপারভাইজরি মেকানিজম থাকলেও পর্যবেক্ষকদের নিরপেক্ষ নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতেই ইসির লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

সিইসি আরও বলেন, নির্বাচনে জড়িত মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে পুলিশ পর্যন্ত সবার কাজকর্ম আইন অনুযায়ী হচ্ছে কিনা— সেসব বিষয়ে পর্যবেক্ষকদের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Link copied!