ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩০-এ মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাতের ওই ঘটনায় আদিবাসী ও বিভিন্ন গোষ্ঠীর বিক্ষোভকারীরা জোরপূর্বক সম্মেলনস্থলে প্রবেশের চেষ্টা করে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ ও বন সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করছিলেন। তারা সম্মেলনের প্রবেশপথে নিরাপত্তা কর্মীদের বাধা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন মেটাল ডিটেক্টর অতিক্রম করে সম্মেলনের ব্লু জোনে প্রবেশ করেন, যাদের থামাতে গিয়ে জাতিসংঘের নিরাপত্তা সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ সময় এক নিরাপত্তাকর্মীকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
বিক্ষোভকারীরা ‘আমাদের বন বিক্রির জন্য নয়’ লেখা ব্যানার ও ‘জুন্তোস’ (অর্থাৎ, একসঙ্গে) লেখা টি-শার্ট পরে বিক্ষোভে অংশ নেন। জাতিসংঘের মুখপাত্র জানান, ঘটনায় দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন এবং সম্মেলনস্থলের কিছু অংশের ক্ষতি হয়।
তুপিনাম্বা জনগোষ্ঠীর আদিবাসী নেতা নাতো বলেন, “আমরা চাই আমাদের ভূমি কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনন ও বৃক্ষ নিধন থেকে মুক্ত থাকুক।” সংঘর্ষের কিছু সময় পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে জাতিসংঘ জানায়, ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানটি নিরাপদ করেছে এবং বর্তমানে সম্মেলনস্থল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

আপনার মতামত লিখুন :