শুধু সরকার নয়, দেশের সব প্রতিষ্ঠানকেই জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত জরুরি। জবাবদিহিতা ব্যতীত কোনো দেশ স্থিতিশীলভাবে চলতে পারে না।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আইডিবির মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিকী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যেসব ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা নিয়ে গেছে, তারা শেষ হয়ে গেছে; যারা টাকা নিয়েছে, তারা উপকৃত হয়েছে, কিন্তু কোম্পানির কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি উল্লেখ করেন, অনেক ব্যাংক ও ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান এখন টাকা ফেরত দিতে পারছে না।
দেশের বর্তমান অবস্থা চলতে পারে না এবং আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা বড় ধরনের সংস্কার আনা হবে। রেগুলেটরি সংস্থাগুলোকে শক্তিশালী ও নিরপেক্ষ করতে হবে।
তিনি আওয়ামী লীগের নীতি ও দলের লোকজনের মাধ্যমে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতকে ক্ষতিগ্রস্ত করার কথাও উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন :