চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা ও লেখক আলী জুলফিকার জাহেদী। তার প্রথম সিনেমা ‘কাগজ’-এর পর দ্বিতীয় সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি আলী জুলফিকার জাহেদী দুবাইয়ে অনুষ্ঠিত ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজনে সম্মাননা অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পাঁচ তারকা শেরাটন দুবাই ক্রিক হোটেল অ্যান্ড টাওয়ার্সে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট ৩০ জন ব্যক্তিকে প্রভাবশালী নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আলী জুলফিকার জাহেদী এই স্বীকৃতি অর্জন করেন।
অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্তা, সৃজনশীল কর্মী এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিচালনা করে ফ্রেন্ডস ভিউ অ্যাড মিডিয়া অ্যান্ড ইভেন্টস। সম্মাননা প্রদানের পাশাপাশি এতে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় পর্ব এবং সম্মানিত ব্যক্তিদের অভিজ্ঞতা উপস্থাপনের সুযোগ অন্তর্ভুক্ত ছিল।
আলী জুলফিকার জাহেদী ২০১৬ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ ও লেখালেখির সঙ্গে যুক্ত। তার পরিচালিত ‘কাগজ’ চলচ্চিত্রটি ২০২২ সালে মুক্তি পায় এবং পরবর্তীতে দেশি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও মনোনীত হয়।

আপনার মতামত লিখুন :