ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ফেনী সদর-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে মানবিক নেতা আলাল উদ্দিন আলাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ বিকাল

মানবিক সেবায় নিয়োজিত জননেতা আলাল উদ্দিন আলাল

ফেনীর ১২ ইউনিয়নের নির্যাতিত ও নিপীড়িত বিএনপি নেতা-কর্মীরা একবাক্যে দাবি তুলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে প্রার্থী হিসেবে আলাল উদ্দিন আলালকে মনোনীত করতে হবে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে তারা দেখেছেন একজন পরীক্ষিত, ত্যাগী ও সাহসী রাজনীতিবিদ হিসেবে, যিনি কখনোই প্রলোভন বা ভয়কে মাথার ওপর ওঠাতে দেননি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী জুলুম, মামলা, হামলা, জেল ও নানা ধরনের নির্যাতন তাঁর রাজনৈতিক সাহসকে ছিন্ন করতে পারেনি; বরং তিনি সব সময় মিছিলে, সমাবেশে, আন্দোলনের অগ্রভাগে দাঁড়িয়ে নেতৃত্ব প্রদর্শন করেছেন

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও ফেনীর প্রতিটি আন্দোলন-সংগ্রামে আলাল উদ্দিন আলালের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। একতরফা নির্বাচনের সময় ২০১৩, ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালে তিনি বিএনপির আন্দোলনের নেতৃত্বে সামনের সারিতে থাকেন। তিনি কেবলই বক্তৃতা দেননি; নিজের সাহস ও দৃঢ়তার মাধ্যমে নেতাকর্মীদের জন্য উদাহরণ স্থাপন করেছেন। আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে তাঁর সরব থাকা ও স্পষ্টভাষী বক্তব্য সবসময় উল্লেখযোগ্য হয়েছে—তিনি কখনো তোষামোদ করেননি।

আলাল উদ্দিন আলালের বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক মামলা হয়েছে। একাধিকবার জেলে থাকতে হয়েছে। কিন্তু এসব সঙ্কট ও নির্যাতন তাঁকে দমাতে পারেনি। বরং তিনি আরও দৃঢ়ভাবে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় নেতৃত্ব প্রদান করেছেন, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা আরও বাড়িয়েছে।

ফেনীর ১২ ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা বলেন, আলাল উদ্দিন আলালের নেতৃত্বে কোনো ভেদাভেদ বা বিভাজন নেই; তিনি সবসময় কর্মীদের মধ্যে সমতা, সহমর্মিতা ও ঐক্য বজায় রেখেছেন। তাই তাঁরা মনে করেন, ফেনী-২ আসনের প্রকৃত নেতা তিনি। দলীয় নেতৃত্ব, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, “ফেনী-২ আসনটি আলাল উদ্দিন আলাল ভাইকে দিন, নির্যাতিত ও নিপীড়িত নেতা-কর্মীদের সম্মানিত করুন।”

আজ ফেনীর বিএনপি ঐক্যবদ্ধ। তারা দৃঢ় বিশ্বাস করেন, ত্যাগী, সাহসী, স্পষ্টভাষী ও পরীক্ষিত নেতা আলাল উদ্দিন আলালই ফেনী-২ আসনের প্রকৃত যোগ্য প্রার্থী, যার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রতি দায়িত্বশীলভাবে কাজ করতে পারবে।

Link copied!