আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচন আয়োজন নিয়ে সরকারের কোনো ধরনের সমস্যা নেই এবং ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমসহ সকল পক্ষের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বডিওর্ন ক্যামেরা কেনা হবে এবং এ জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বিরত থাকবেন বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ একাধিক দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব ঘটনায় নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা জানতে বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এছাড়া তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে থাকা সকল বাংলাদেশি দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে। প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর বিষয়টি সরকার বিবেচনায় নিচ্ছে। একইসাথে বিমান ও বিমানবন্দরে যাত্রীসেবা উন্নত করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :