ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ঈদের পর রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৬:০৯ সকাল

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠপর্যায়ে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর হবে। ঈদের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যেতে পারে। তবে এ প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জামায়াত প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। এ নিয়ে মাঠের কর্মসূচিতে রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে।

সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসও গত দুই মাসে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে স্পষ্টভাবেই বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি স্বল্প সংস্কার চায়, তাহলে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন দিতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতিও নিচ্ছে।

গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া সংস্কার ইস্যুর সর্বোচ্চ বাস্তবায়ন চাইলে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হবে এমন ইঙ্গিতও সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কয়েক দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন, জনদুর্ভোগ নিরসনে স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এ দুর্ভোগ কাটবে। এরপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ কিছু মৌলিক সংস্কার চায়।

Link copied!