কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বটতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বটতলী ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক আতাউর রহমান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা কায়কোবাদ, প্রফেসর আফজালুর রহমান, যুবদল নেতা ওমর ফারুক সবুজ, মেম্বার জাকির হোসেন, সাবেক মেম্বার আলাউদ্দিন, মীর আহম্মেদ মিঠু, সোহাগ খান, বটতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ইস্রাফিল সুমন, সাবেক যুগ্ন আহবায়ক সুমন রানা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল হাসান, ছাত্রদলনেতা আলম হাসান, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুবদলের সদস্য ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন হাজারী।

আপনার মতামত লিখুন :