দুই দশক পর হলিউড তারকা উইল স্মিথের গানের অ্যালবাম আসছে । ‘বেজড অন আ ট্রু স্টোরি’ নামে অ্যালবামটি প্রকাশিত হবে ২৮ মার্চ।
শুক্রবার (১৪ মার্চ) রাতে দীর্ঘ বিরতির পর এই পূর্ণাঙ্গ অ্যালবামের কথা ঘোষণা করেন স্মিথ। স্মিথের ১৪টি গানের অ্যালবামে সহযোগী হিসেবে আছেন ডিজে জ্যাজি জেফ, টেয়ানা টেলর ও জ্যাক রস।
সর্বশেষ ২০০৫ সালে এসেছিল স্মিথের অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’। এরপর নানা সময়ে গায়ক উইল স্মিথকে পাওয়া গেলেও পূর্ণাঙ্গ অ্যালবামে পাওয়া যায়নি, ভক্ত-অনুসারীদের আক্ষেপ মিটছে এবার।
ইনস্টাগ্রামে একটি পোস্টে অ্যালবাম প্রকাশের তারিখ ও কভার শেয়ার করে উইল স্মিথ লিখেছেন, ‘এটা অফিশিয়াল ঘোষণা! আমার নতুন অ্যালবাম “বেজড অন আ ট্রু স্টোরি” ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। আর মাত্র দুই সপ্তাহ! আমি এটা আপনাদের কাছে পৌঁছে দিতে খুবই আগ্রহী।’

আপনার মতামত লিখুন :