ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

গোবর্ধন আসরানির মৃত্যু, বলিউড হারাল কিংবদন্তি কমেডিয়ান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫, ১১:২৬ দুপুর

ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও কিংবদন্তি কমেডিয়ান গোবর্ধন আসরানি আর নেই। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন পরিবারের সদস্য এবং ভাতিজা অশোক আসরানি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এ অভিনেতা। চিকিৎসাধীন অবস্থায় আরোগ্য নিধি হাসপাতালেই তার জীবনাবসান ঘটে। জানা গেছে, তার ফুসফুসে পানি জমে গিয়েছিল এবং শেষ কদিন ছিলেন চরম সংকটাপন্ন অবস্থায়।

আসরানির মৃত্যুতে বলিউড হারাল এক সময়ের সবচেয়ে প্রভাবশালী কৌতুক অভিনেতাকে। বিশেষ করে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘শোলে’ ছবিতে জেলারের চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।

রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া আসরানি থিয়েটার থেকেই অভিনয় যাত্রা শুরু করেন। মুম্বাইতে এসে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের শক্তিশালী একজন কমেডি অভিনেতা হিসেবে। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও তিনি মূল চরিত্রদের সমান জনপ্রিয়তা পেয়েছিলেন।

শুধু অভিনয়েই নয়, চিত্রনাট্য লেখা এবং পরিচালনায়ও আসরানি রেখেছেন দক্ষতার ছাপ। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘চলে মুরারি হিরো বননে’ ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য ও পরিচালনাও করেন। এছাড়া ১৯৭৯ সালের ‘সালাম মেমসাব’ ছবির পরিচালনাও করেছিলেন তিনি।

দীপাবলির আলোয় মগ্ন ভারতে তার এমন বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

Link copied!