প্রতি বছর ঈদ সিনেমার কেন্দ্রবিন্দুতে শাকিব খান থাকলেও আসছে ঈদুল ফিতরে একসঙ্গে ‘লড়াই’তে নামছেন ঢাকাই সিনেমার তিন জনপ্রিয় নায়ক শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। রোজার ঈদে শাকিব খানকে দেখা যাবে ‘বরবাদ’ সিনেমায়। শাকিবের সঙ্গে নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে আসছেন আফরান নিশো। আরও সিয়াম আহমেদ ‘জংলি’ দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত রয়েছেন।
শাকিব খান
এবার সাহকিব খান আসছে বরবাস সিনেমা নিয়ে। ‘তুফান’-এর মতো এবারও অ্যাকশন সিনেমা নিয়েই হাজির হয়েছেন শাকিব। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার আনুষ্ঠানিক প্রচার। সিনেমায় শাকিব খানের সাথে নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। বরবাদে শাকিবের প্রতিদ্বন্দ্বী টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। তাঁকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। এতে আরও আছেন শহীদু্জ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
আফরান নিশো
কয়েক দিন আগেই শেষ হয়েছে আরেফিন নিশোর দাগির শুটিং। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
সিয়াম আহমেদ
প্রায় দুই বছর পর জংলি সিনেমা দিয়ে ফিরছেন সিয়াম। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল অন্তর্জাল। জংলি হয়ে সবাইকে চমকে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি সিয়াম। এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ।
এছাড়াও এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সজল-ফারিয়া অভিনীত ‘জ্বিন থ্রি’। সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ ছাড়া ‘পিনিক’, ‘এশা মার্ডার’, ‘আতরবিবি লেন’সহ বেশ কয়েকটি সিনেমা ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

আপনার মতামত লিখুন :