ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

রমনায় পুলিশের গাড়িতে আগুন, দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৩:৩৩ দুপুর

ছবি: সংগ্রহীত

রাজধানীর রমনা থানার সামনে থানা পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি, বরং গাড়ির কাজ করার সময় হঠাৎ দুর্ঘটনাবশত আগুন ধরে যায়।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় কোনো হতাহত ঘটেনি। গাড়ির মিস্ত্রির ভুলে আগুনের এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রমনার ওসি।

Link copied!