ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

দোলাকে বাদ দিলে ধানের শীষে ভোট নয়: কুমিল্লা-৯ বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ০২:৫৮ দুপুর

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সামিরা আজিম দোলা মনোনয়ন না পেলে সাধারণ মানুষ ধানের শীষকে ভোট দেবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বিকালে দক্ষিণ মুদারফরগঞ্জ ইউনিয়নের শ্রীয়াং এলাকায় আয়োজিত এক বড় জনসভায় বক্তারা একযোগে এই দাবি জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেন মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। বিএনপি নেতা আব্দুল হাই চেয়ারম্যান বলেন, লাকসাম ও মনোহরগঞ্জের সাধারণ মানুষ দোলাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায়। তার ব্যাপক জনপ্রিয়তা দেখেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালামের অনুসারীরা গণসংযোগ চলাকালে দোলার গাড়িবহরে হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণ এবারের নির্বাচনে আবুল কালামকে ভোট দেবে না—এটা স্পষ্ট হওয়ায় প্রতিপক্ষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভার্চ্যুয়াল বক্তব্যে সামিরা আজিম দোলা বলেন, “লাকসাম–মনোহরগঞ্জের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। গতকাল আমার ওপর হামলা হয়েছে, এটা আমি কখনোই আশা করিনি। আমার বাবার মতো করে আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা নিয়ে, হামলা-হুমকি দিয়ে লাকসাম–মনোহরগঞ্জের উন্নয়নের ইচ্ছাকে থামানো যাবে না।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রায় ৮০ শতাংশ তৃণমূল বিএনপি নেতাকর্মী মরহুম কর্নেল আনোয়ারুল আজিমকে ভালোবেসে রাজনীতি করছেন। তার উত্তরসূরি হিসেবে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে—এটাই আমার শক্তি। “যতদিন বেঁচে থাকি, লাকসাম–মনোহরগঞ্জবাসীর পাশে থাকবো”—বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মুদারফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার। এতে লাকসাম উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, গত রোববার দুপুরে লাকসামে গণসংযোগ চলাকালে বিএনপি মনোনয়ন পাওয়া প্রার্থী আবুল কালামের কর্মীরা দোলার গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয় বিএনপি, যুবদল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনসভায় বক্তারা হামলার ঘটনার কঠোর নিন্দা জানান এবং দোলাকে মনোনয়ন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

Link copied!