পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে; তিনি সাইফ মামুন, বয়স ৫৫।
সোমবার সকাল ১১টার দিকে হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত ন্যাশনাল মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনীর বাসিন্দা মামুন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আফতাবনগরে বসবাস করতেন এবং ব্যবসার পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গুলির শব্দ শুনে বাইরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়।
নিহতের স্ত্রী রিপা আক্তার অভিযোগ করেন, আদালত থেকে বের হওয়ার পরপরই পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :