ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে তিন ধাপের আইনি প্রক্রিয়া চূড়ান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ০২:১৭ দুপুর

ছবি: সংগ্রহীত

নানা জল্পনা-কল্পনা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা ও সংস্কারের চূড়ান্ত সুপারিশসমূহ পেশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা তুলে দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের অন্য সদস্যরাও।

জানা যায়, তিন ধাপে আইনি ভিত্তি দেয়া হবে জুলাই জাতীয় সনদের। প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন। এরপর সেই আদেশ নেয়া হবে গণভোটে। গণভোটে পাস হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের (৯ মাস) মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে৷ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে, জুলাই সনদ সয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। ঐকমত্য কমিশনের রোডম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে।

অপরদিকে, জুলাই সনদ বাস্তবায়ন হলে তা হবে দেশের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Link copied!