বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সহযোগিতা, জ্বালানি, শিক্ষা এবং প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উদ্যোগ ও সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হচ্ছে। জানা গেছে, বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
প্রায় দুই দশক পর এই জেইসি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এর আগে সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০০৫ সালে পাকিস্তানে। তিন দিনের সফরের অংশ হিসেবে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক ঢাকায় এসে এই বৈঠকে অংশ নেন এবং তার সফরকালীন সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :