মা ইলিশের প্রজনন রক্ষায় আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতেই শেষ হচ্ছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পদ্মা-মেঘনা ও উপকূলীয় নদী এলাকায় মাছ ধরার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হাজারো জেলে। বিগত ২২ দিন নৌকা ও জাল মেরামত, সরঞ্জাম ঠিকঠাক করা এবং নদীর পরিস্থিতি অনুধাবনে সময় কাটালেও এবার আশায় বুক বেঁধেছেন জেলেরা—কারণ নিষেধাজ্ঞাকালীন সুরক্ষা কার্যক্রমের ফলে মাছের উৎপাদন গত বছরের তুলনায় আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন মৎস্য কর্মকর্তারা।
এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে অনেক জেলেকে জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হয়েছে, যদিও বরাদ্দকৃত সরকারি চাল সব জেলে পাননি এমন অভিযোগও রয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভোলা, পটুয়াখালী, বরগুনা, লক্ষ্মীপুর ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলের জেলেরা ট্রলার, নৌকা ও জাল নিয়ে নদী ও সমুদ্রে রওনা দিতে প্রস্তুত, কাঙ্ক্ষিত ইলিশ ধরার আশায়।

আপনার মতামত লিখুন :