ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ঢাকার বাতাসে বিষাক্ত কণার ছড়াছড়ি, বিশ্ব তালিকায় চতুর্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১৯ দুপুর

ছবি: সংগৃহীত

বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়ায় ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায় নির্দেশ করে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর ঘনত্ব, যা মানবদেহের ফুসফুসে প্রবেশ করে দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগসহ নানা জটিলতা বাড়িয়ে তোলে।

এদিন ঢাকার বাতাসে পিএম ২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ মানের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি রেকর্ড হয়। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বায়ুর মানে ভিন্নতা দেখা গেলেও কিছু এলাকায় তা আরও উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে।

কল্যাণপুরে একিউআই স্কোর ছিল ২১২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায় হিসেবে চিহ্নিত। এছাড়া বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) ও তেজগাঁওয়ের শান্তা ফোরামে (১৫৫) বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ স্তরে নথিভুক্ত হয়েছে।

একই সময়ে এ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ৩৬৩ রেকর্ড হয়, যা ‘বিপজ্জনক’ পর্যায় নির্দেশ করে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা, যেখানে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

Link copied!