আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের জনগণ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন এখন বাস্তবায়নের পথে। তাই যে দল এবং যে রাজনৈতিক শক্তি গণআন্দোলনের মুখে জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রাখতে ব্যর্থ হয়েছে, তারা আগামী নির্বাচনে স্বাভাবিকভাবেই অংশ নিতে পারবে না।
তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছে এবং নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, “এই নির্বাচন হবে জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের অংশগ্রহণই হবে এ নির্বাচনের সবচেয়ে বড় শক্তি।”
এ সময় আরপিওতে ‘না ভোট’ পুনর্বহালের সিদ্ধান্তের বিষয়ে তিনি উল্লেখ করেন, কোনো নির্বাচনী এলাকায় একজন মাত্র প্রার্থী থাকলেও জনগণ চাইলে তাকে ‘না ভোট’ দিয়ে প্রত্যাখ্যান করতে পারবে। তার ভাষায়, “ভোটাধিকার শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; প্রার্থীকে প্রত্যাখ্যান করার অধিকারও জনগণের রয়েছে। এবার সেই অধিকার নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু পরিবেশ এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জনগণ যাতে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

আপনার মতামত লিখুন :