ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি: আন্দোলন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:৪৫ রাত

ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। রোববার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আমরণ অনশন স্থগিত করে ‘মহাসমাবেশ’ এবং অন্যান্য ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে শিক্ষকরা টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন। যদিও অর্থ বিভাগ শিক্ষক-কর্মচারীদের বেতনভুক্ত বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধিতে সম্মত হয়েছে, তবুও আন্দোলনকারীরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ছয়টি শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।

এই প্রজ্ঞাপনা প্রত্যাখ্যান করে বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষাভবনের দিকে রওনা দেন আন্দোলনরত শিক্ষকরা। মিছিলের সময় তাঁরা বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন—‘২০% বাড়িভাড়া চাই’, ‘ভাতা অধিকার, দাবি নয়’, ‘শিক্ষকের মর্যাদা নিশ্চিত করো’, ‘বৈষম্যের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদ’ প্রভৃতি।

মিছিলটি মাজার রোডের সামনে পৌঁছালে পুলিশ শিক্ষকদের আটকিয়ে দেয় এবং পরে মিছিলটি সেখানেই স্থগিত হয়।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশ্বাস দেন, বিএনপি সরকারে গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণকে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার শিক্ষকদের আন্দোলন থেকে ফিরে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বর্তমান বাস্তবতায় অর্থ বিভাগ যে বরাদ্দ দিয়েছে, সেটি সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার। আমাদের প্রচেষ্টা ছিল শিক্ষকদের পাশে থাকার।”

তিনি আরও জানান, শিক্ষকরা সম্মান পাওয়ার যোগ্য, তবে ধাপে ধাপে সকল দাবি পূরণে সরকার আন্তরিক।

Link copied!