ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ রাত

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট ও তেজগাঁও এলাকায় সড়ক সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, সরকারি বিজ্ঞান কলেজ এবং হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের প্রায় হাজারেরও বেশি শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানায়, স্কুলের সামনে প্রধান সড়কে স্পিড ব্রেকার ও ল্যাম্পপোস্ট স্থাপন, দ্রুত রাস্তা সংস্কার এবং স্কুল চলাকালীন সময়ে সম্মুখ সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে।

এছাড়া অবৈধ দখলমুক্ত ক্যাম্পাসের দাবিও জানায় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল গেটের সামনে দোকান ও হকারদের কারণে প্রতিদিন যানজট ও বিশৃঙ্খলা দেখা দেয়। তাই এসব স্থানে স্থায়ীভাবে ‘নো পার্কিং জোন’ ঘোষণা করে কঠোরভাবে তা বাস্তবায়নের দাবি তাদের।

কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়—আগামীকাল আবার দখল হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। তবে তাদের অবস্থান কর্মসূচির পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশন দ্রুত উচ্ছেদ অভিযান চালায়।

অভিযান চলাকালে স্থানীয় প্রভাবশালী ও মাদক ব্যবসায়ীদের বাধা পেলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার্থীরা জানায়, তাদের দাবির বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এই উচ্ছেদ অভিযান প্রশংসনীয়। তবে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা।

Link copied!