ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম পর্বে ২১ হাজার ৪৭ প্রবাসী ভোটার নিবন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫, ০২:১৭ দুপুর

ছবি: সংগ্রহীত

আসন্ন সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ২১ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

অ্যাপ চালুর প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন দেশের মোট ২১ হাজার ৪৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে পুরুষ ১৯ হাজার ১৬৪ জন এবং নারী এক হাজার ৮৮৩ জন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উদ্বোধন করেন। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান, ২৪–২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া; ২১ নভেম্বর–৩ ডিসেম্বর ইউরোপ; ৪–৮ ডিসেম্বর সৌদি আরব; ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া; ১৪–১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্য (সৌদি ছাড়া অন্যান্য দেশ) অঞ্চলগুলোতে নিবন্ধন চলবে।

নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসীরা যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি ও ভোটের জন্য Google Play Store বা App Store থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

অ্যাপে বাংলা বা ইংরেজি যেকোনো ভাষা নির্বাচন করে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি জানা যাবে। ব্যালট প্রাপ্তির ক্ষেত্রে নির্ভুল ঠিকানা প্রদান করতে হবে।

Link copied!