ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক লক্ষ্য ও নিজের অবস্থান পরিষ্কার করলেন মীর স্নিগ্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৪:২৪ দুপুর

ছবি: সংগ্রহীত

জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইচ্ছায় তিনি রাজনৈতিক পথচলা শুরু করছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মীর স্নিগ্ধ জানান, জুলাইয়ের পরিবর্তনের ঢেউ তরুণ সমাজে যেমন শক্তভাবে ছড়িয়ে পড়েছে, তেমনি সেই তরুণ প্রজন্মের প্রতিনিধিদের একজন হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টার অংশ হিসেবে রাজনৈতিকভাবে কাজ করার আগ্রহও তার মধ্যে তৈরি হয়।

তিনি লিখেছেন, জুলাইয়ের শহীদদের কেউই কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়; তারা জাতির সার্বজনীন আত্মত্যাগের প্রতীক। স্নিগ্ধ জানান, মুগ্ধ বা তাদের পরিবারের কেউ আগে কখনো রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না। তাই এই যাত্রা তার কাছে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, যেখানে তিনি দেশের একজন সাধারণ নাগরিকের ভূমিকা থেকেই রাজনীতিতে যুক্ত হতে চান।

মঙ্গলবার রাতে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক সদস্যপদ গ্রহণ করেন। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক আকাঙ্ক্ষার মূল লক্ষ্য হলো—জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক পরিসরে উপস্থাপন করা, শহীদ পরিবার ও আহতদের মান–সম্মান রক্ষা করা, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব শক্তিশালী করা এবং বাংলাদেশপন্থী ও জুলাইপন্থী সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করা।

স্নিগ্ধের ভাষায়, “অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যতটা পেরেছি জুলাইকে প্রতিনিধিত্ব করেছি। এখন সময় এসেছে সেই প্রতিনিধিত্বকে রাজনৈতিক মাত্রায় নিয়ে যাওয়ার। পুরো পথচলায় আমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় এগোতে চাই।”

Link copied!