ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

৫ দফা না মানলে ঢাকায় কঠোর পরিস্থিতির হুঁশিয়ারি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৪:০৭ দুপুর

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ১১ নভেম্বরের মধ্যে তাদের পাঁচ দফা আদায় না হলে রাজধানী ঢাকার পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন।

গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ দেশের মানুষের চাওয়া। আমাদের পাঁচ দফা দাবিও সেই গণআকাঙ্ক্ষার প্রতিফলন। সরকার যদি ১১ নভেম্বরের মধ্যেই দাবিগুলো বাস্তবায়ন না করে, তাহলে রাজধানীর চিত্র বদলে যাবে—ইনশাআল্লাহ। আমরা আশা করি উপদেষ্টা পরিষদ দ্রুত সিদ্ধান্ত নেবে।”

তিনি জানান, ১১ নভেম্বর আট দলের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে। তার আগেই সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

দুপুরে আট দলের প্রতিনিধি দল যমুনায় গিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের হাতে স্মারকলিপি জমা দেয়। আদিলুর রহমান বলেন, “রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। তারা যদি একমত হতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”

এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টনে সমবেত হন। পরে মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হন।

পাঁচ দফা দাবি

১. নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি।
২. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক গ্রেপ্তার ও হয়রানি বন্ধ।
৩. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা।
৫. রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীন পরিবেশ নিশ্চিত করা।

Link copied!